শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে গত ৮ই আগস্ট শপথ নিয়েছেন আওয়ামী লীগের মনোনীত সালমা চৌধুরী রুমা।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ৮ই আগস্ট বিকেলে সংসদ ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধূরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে সালমা চৌধুরী রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৩৩৪ নম্বর পদ থেকে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবনির্বাচিত সালমা চৌধুরীকে সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
গত ৯ই জুলাই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুশেমা ইমামের মৃত্যু হলে তার আসনটি শূন্য হয়। এরপরই এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৪ঠা আগস্ট দুপুরে ঢাকায় নির্বাচন কমিশনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
উল্লেখ্য, সালমা চৌধুরী রুমা রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর কন্যা। একাদশ জাতীয় সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফরিদপুরের রুশেমা ইমাম মৃত্যুবরণ করলে শূন্য হওয়া আসনের উপ-নির্বাচনে সালমা চৌধুরী রুমাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।
Leave a Reply