শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
॥মনির হোসেন॥ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’-শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে কালুখালী উপজেলা পরিষদের আয়োজনে গতকাল ৮ই সেপ্টেম্বর সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় কালুখালী উপজেলা চত্বর থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ্ আল মাহমুদ, কালুখালী থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম, কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার রেজাউল করিম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, সরকার নিক্ষরতা দূরীকরণে সমাজের সর্বস্তরে উদ্দীপনা সৃষ্টি ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করছে। আমাদের সকল শিশুকে স্কুলে পাঠাতে হবে। ঝরে পড়া রোধ করতে হবে। শিক্ষার হার বাড়াতে শিক্ষক সমাজকে আন্তরিক হতে হবে। সাক্ষরতার হার শতভাগ হলেই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে।
Leave a Reply