বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জে একতা ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা।
গত ২১শে সেপ্টেম্বর বিকেলে খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী খোষবাড়ী ইলশেমারী বটতলায় পদ্মা নদীর কোলে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আবু নাসির ও তরুন সমাজ সেবক আনোয়ার হোসেন সরদার বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল আক্তার মিয়া ও পরিচালনা করেন নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান ইকবাল।
নৌকা বাইচ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন মোকসেদ আলী শেখ, আব্দুল আজিজ মিয়া ফটিক, মোঃ আকমল হোসেন মন্ডল ও শাওন ইসলাম বাদশা।
Leave a Reply