মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) অভিযানে গত ২৮শে জুন ভোরে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামের মুকুল শেখের বাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ কাশিমা গ্রামের মৃত মনির শেখের ছেলে মুকুল শেখ ওরফে সাগর(৩৩) এবং একই ইউনিয়নের রশিদ মোল্লার ছেলে সবুজ মোল্লা(৩৩)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৪শত পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪ লক্ষ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাজবাড়ী ডিবি’র ইন্সপেক্টর মোঃ ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তারা চট্টগ্রাম থেকে মাদকের চালান এনে রাজবাড়ীর বিভিন্ন এলাকার খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply