রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই মানবতার মহান ব্রত নিয়ে অসহায়, দরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের উদ্যোগে গতকাল ২৯শে জুন চুয়াডাঙ্গা জেলার দামুডহুদা উপজেলার আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী গর্ভবতী মায়েদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি তাদের মধ্যে ওষুধপত্র, শুকনা খাবার, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এবং যশোর এরিয়ার কমান্ডার এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম তত্ত্বাবধান করেন।
এ ব্যাপারে মেডিকেল ক্যাম্প পরিচালনার সাথে সম্পৃক্ত যশোর সেনানিবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, উন্নত জাতি গঠনে সুস্থ মা প্রয়োজন। তাই গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই আয়োজন। বিশেষ করে এই করোনাকালীন সময়ে গর্ভবতী মায়েদের করণীয় ও সচেতনতার বিষয়ে তাদেরকে জানানোর চেষ্টা করছি। আমাদের বিশ্বাস এর ফলে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবার প্রয়োজনীয়তা কিছুটা হলেও মিটবে।
Leave a Reply