শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন শহীদ মিনার থেকে গত ৪ঠা জুলাই রাতে নিহাল মন্ডল(৬০) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে, ওই বৃদ্ধ প্রায় দুই মাস যাবৎ দৌলতদিয়া ঘাট এলাকায় ভিক্ষা করার পাশাপাশি দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশন এলাকার ‘মা বোর্ডিং-এ রাত্রী যাপন করতো।
মা বোর্ডিং-এর ম্যানেজার ইকবাল হোসেন জানান, নিহাল মন্ডলের ব্যাগ তল্লাশী করে পাওয়া একটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে মিজান মন্ডল নামে তার এক ভাতিজা জানায়, তার চাচা দীর্ঘদিন ধরে বাড়ী ছাড়া। তাদের বাড়ী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হাটকালীনগর এলাকায়।
তিনি(ইকবাল হোসেন) আরও জানান, নিহাল মন্ডল শুক্রবার সকালে বোর্ডিং থেকে বের হয়ে যায়। এরপর আর ফেরেনি। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের কাছে জানতে পারি তার লাশ শহীদ মিনারের উপর পড়ে আছে। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই বদিয়ার রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আমরা তার স্বজনদের সাথে যোগাযোগ করলেও তারা কেউ এসে লাশ গ্রহণ করতে রাজি হয়নি। এ অবস্থায় ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে তার লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
Leave a Reply