বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের করোনায় আক্রান্ত সাধনা রাণী সাহার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম।
গতকাল ৫ই জুলাই দুপুরে মিতুল হাকিমের পক্ষে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা সাধনা রাণী সাহার বাড়ীতে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন।
এ সময় উপজেলা যুবীলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপুল ও সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, ৩০টি ডিম, আলু, মরিচ, তেল, ডাল, লবণ, লেবু, আদা, সাবান ইত্যাদি।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুল হাকিম করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই তার পিতা এমপি মোঃ জিল্লুল হাকিমের নির্দেশে নির্বাচনী এলাকা পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থেকে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। তিনি করোনায় আক্রন্ত রোগীদের চিকিৎসা, খাদ্য, পথ্য ও ঔষধ প্রদানসহ অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন।
Leave a Reply