শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিক-নির্দেশনায় জেলার পাংশা শহরে গত শনিবার তৃতীয় দিনেরমত ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে হেলমেট বিহীন এবং ৩জন আরোহী বিশিষ্ট মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়। সার্জেন্ট মনুজিৎ নন্দীর নেতৃত্বে¡ পুলিশ শহরের টেম্পুস্ট্যান্ড মোড় সড়কে চেকপোস্ট বসায়।
জানা যায়, গত শনিবার তৃতীয় দিনে চেকপোস্ট অভিযানে রেজিস্ট্রেশন নম্বর বিহীন ৩টি মোটর সাইকেল আটক এবং হেলমেট না থাকায় ১৫টি মোটর সাইকেল চালোকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।
রাজবাড়ীর পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে চেকপোস্ট অভিযানে পাংশা মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
এদিকে স্থানীয়রা হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে চেকপোস্ট অভিযানকে স্বাগত জানিয়েছে। সচেতন মহলের লোকজন অভিমতে জানান, সাম্প্রতিক সময়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কসহ পাংশার বিভিন্ন সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। অভিযানের ফলে একদিকে যেমন জনসচেতনতা সৃষ্টি হবে অপর দিকে মোটর সাইকেল দুর্ঘটনা ও হতাহতের ঘটনা অনেকাংশে কমবে। ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে চেকপোস্ট অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সচেতন মহলের লোকজন।
Leave a Reply