রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ‘আইবিএন ইয়ুথ এসোসিয়েশন’ ও ‘বালিয়াকান্দি স্টুডেন্টস অ্যালায়েন্স’ নামক ২টি সংগঠনের যৌথ উদ্যোগে ৩শত মানুষের ফ্রি রক্তের গ্রুপিং পরীক্ষা করা হয়েছে।
গতকাল ২৭শে সেপ্টেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয়। বহরপুর বাজার বণিক সমিতি এতে সহযোগিতা করে।
এ সময় বহরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহ-সভাপতি হারুন অর-রশিদ, স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কুরশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার পাল, বালিয়াকান্দি কলেজের প্রভাষক আব্দুল আলিম, বহরপুর বাজারের নিডাসা কম্পিউটার কোচিং সেন্টারের সত্ত্বাধিকারী মামুনুর রশিদ মামুন, উদ্যোক্তা সংগঠনের আঃ ছাত্তার শেখ, রেজোয়ান শেখ রাজন, ইন্দ্রজিৎ পাল ও ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply