সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
॥রাকিবুল ইসলাম॥ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’-শীর্ষক শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালীতে মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মহামারী করোনা মোকাবেলায় আমিষের চাহিদা পূরণে ছোট মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলার ৩০ জন মৎস্য চাষীর অংশগ্রহণে গতকাল ২৭শে সেপ্টেম্বর বেলা ১২টায় উপজেলা পরিষদের মিলনায়তনে মুজিব বর্ষ উপলক্ষে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় গুলশা, টেংরা ও পাবদা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীতে সম্প্রসারিত কর্মকর্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, মাছ চাষে বর্তমানে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। মুজিব বর্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। আমরা এই মুজিব বর্ষে বেশী বেশী মাছ চাষ করে মৎস্য খাতকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো।
Leave a Reply