শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ১৪ই অক্টোবর থেকে দেশব্যাপী ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের উপর ২২ দিনের সরকারী নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যা আগামী ৪ঠা অক্টোবর সমাপ্ত হবে।
এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রথম দিন থেকেই পদ্মা নদীর রাজবাড়ী জেলাধীন অংশে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করছে প্রশাসন ও মৎস্য বিভাগ।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, গতকাল ১৮ই অক্টোবর পর্যন্ত অভিযানের ৪দিনে ২৮ জন জেলেকে ১ মাস করে কারাদন্ড প্রদান, ৫জন জেলেকে ১৭ হাজার টাকা জরিমানা, ৪লক্ষ ৬৪হাজার ৫শত মিটার কারেন্ট জাল ও প্রায় ১হাজার মিটারের ৫টি সাধারণ জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস, জব্দকৃত ৯১ কেজি ইলিশ এতিমখানায় প্রদান এবং জেলেদের ফেলে যাওয়া ৩টি ইঞ্জিন চালিত নৌকা প্রকাশ্য নিলামে ৭৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণসহ সংশ্লিষ্ট থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল আরও জানান, চলমান ইলিশ রক্ষা অভিযান জোরদারের পাশাপাশি আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সরকারী নির্দেশ অমান্য করে মৎস্য আহরণকারী নৌকা, ট্রলার ও জাল বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি রাজবাড়ী জেলার সকল বরফকল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ নির্দেশের ব্যত্যয় দেখা গেলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply