রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন
॥প্রতিনিধি॥ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী দেশব্যাপী কর্মবিরতি পালন শুরু করেছে কালেক্টরেট সহকারীরা।
এরই অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর পাংশা উপজেলা শাখার ব্যানারে গতকাল ১৫ই নভেম্বর দিনব্যাপী(সকাল ৯টা-বিকাল ৫টা) কর্মবিরতি পালনকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে কর্মরত কালেক্টরেট সহকারীরা উপজেলা পরিষদের সামনে দাবী সম্বলিত ব্যানারসহ অবস্থান করেন।
পাংশা উপজেলা শাখা বাকাসস-এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় পাংশা এ সময় বক্তব্য রাখেন উপজেলা বাকাসস এর সদস্য মোঃ মকছেদ আলী, মোঃ আব্দুল মান্নান, মোঃ জহুরুল ইসলাম, মোঃ মোকলেসুর রহমান, গোবিন্দ চন্দ্র ও সুজিত কুমার প্রামানিক প্রমুখ।
বক্তাগণ বলেন, আমরা কাজ ফেলে কর্মবিরতি পালন করতে চাই না। কিন্তু আমাদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ অন্যান্য যৌক্তিক দাবীগুলো বাস্তবায়ন করা না হলে আমরা আমাদের কর্মবিরতির কর্মসূচী চালিয়ে যাবো এবং তাতেও দাবী পূরণ করা না হলে আগামী ৫ই ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচীতে যোগদান করবো।
Leave a Reply