বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
॥সোহেল মিয়া/তনু সিকদার সবুজ॥ ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতার মুখে নিরাপত্তার স্বার্থে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘গর্ব’ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ম্যুরালটির অধিক নিরাপত্তার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। একইভাবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যটির নিরাপত্তাও জোরদার করেছে জেলা প্রশাসন।
গতকাল ৬ই ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকাল থেকে বালিয়াকান্দি পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালটি সিসি ক্যামেরার আওতায় আনার কাজ করছে শ্রমিকরা।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, উপজেলা পরিষদের মধ্যে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিতে যাতে কোন দুর্বৃত্তরা কোন ধরনের আঘাত না করতে পারে সেজন্য আমরা দ্রুত এটিকে সিসি ক্যামেরার আওতায় এনেছি। এছাড়া আমার বাসভবনের নিরাপত্তার জন্য নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যদেরকেও রাতে ম্যুরালটি পাহারা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, আমরা সব বিষয়েই সচেতন রয়েছি।
উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের নিরাপত্তার জন্য আলাদা কোন পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, জেলায় যেখানে যেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে সেই সব জায়গার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply