রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
সত্যের সন্ধানে নির্ভীক সাপ্তাহিক সাহসী সময় হাটি হাটি পা-পা করে ২৩বছরে পদার্পন করল। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সাহসী সময়ের ২২তম জন্মদিন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সাহসী সময় ১৯৯৮ সালের ১৬ই ডিসেম্বর প্রথম প্রকাশের দিন থেকে নানা প্রতিকূলতার মধ্যদিয়ে পথচলা শুরু করে। জেলার গণমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে মফস্বল জেলা শহর রাজবাড়ী থেকে নিয়মিতভাবে পত্রিকা প্রকাশনার একমাত্র দৃষ্টান্ত রয়েছে সাহসী সময়ের। রাজবাড়ী জেলা শহর থেকে সময় সুযোগ বুঝে ও ভিন্ন ব্যবসার পাশাপাশি যারা অনিয়মিতভাবে পত্রিকা প্রকাশ করতো তাদের অনেকই পাততাড়ি গুছিয়েছে।
সাপ্তাহিক সাহসী সময়ের নিয়মিত প্রকাশনা সত্বেও প্রায় আড়াই বছর অপেক্ষা করতে হয়ে সরকারী মিডিয়া তালিকাভুক্তি লাভ করতে। সরকারী আনুকুল্য ছাড়া শুধুমাত্র পাঠকদের প্রতি ভর করে দীর্ঘপথ অতিক্রম করে আসছে। প্রকাশনার অনুমতি লাভের পূর্বে ১৯৯৮ সালের ২রা নভেম্বর থেকে সাহসী সময়কে হত্যার ষড়যন্ত্র শুরু হয়। এ পত্রিকার সম্পাদককে বিভিন্ন ভাবে হয়রানী ও অপদস্থ করার অপচেষ্টাও চলে। স্থানীয় একটি পত্রিকার মালিক ও তার ইন্ধনে স্বাধীনতা বিরোধী কতিপয় অপসাংবাদিকরা আতুর ঘরেই সাহসী সময়কে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সকল অপসাংবাদিকদের শকুনী অভিশাপ ও লাগাতার মিথ্যা দরখাস্তে মুখ থুবরে পড়তে হয় নাই কখনো।
প্রকাশনার শুরু থেকে যে অদম্য সাহস নিয়ে সাহসী সময়ের যে যাত্রা শুরু হয়েছিল, তা অব্যাহত আছে। পাঠক ও শুভানুধ্যায়ীদের অফুরন্ত ভালবাসা সাহসী সময়ের দীর্ঘ পথের যাত্রা বেগবান হয়েছে। ২৩তম বর্ষে পদার্পনে আমরা সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
Leave a Reply