রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলায় নতুন ১দিনে আরো ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে রাজবাড়ী জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৯০ জন। তার মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ১২৯ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছে ৩৭ জন।
গতকাল ১৪ই জুন রাতে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।
এছাড়াও গত ১০ই জুন আরটি পিসিআরের মাধ্যমে ৩৫টি নমুনা পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়। তার মধ্যে থেকে ১জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে গতকাল ১৪ই এপ্রিল পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৯০ জন। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২ হাজার ৪১৭ জন, পাংশায় ৯০০ জন, কালুখালীতে ২৭৬ জন, বালিয়াকান্দিতে ৩৫০জন ও গোয়ালন্দ উপজেলার ৩ শত ৪৭ জন।
করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১১৪ জন। হাসপাতালে ভর্তি আছে ১০ জন ।
Leave a Reply