রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে পানি নিষ্কাশনে বাঁধা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে হাজারো কৃষকের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
এতে বিপাকে পড়েছেন সাওরাইল ইউনিয়নের কাওয়াখোলা, দক্ষিণ কুমরীরাজ ও উত্তর কুমরীরাজ মৌজার ৭০০ বিঘা জমির চাষাবাদকৃত কৃষকেরা।
গতকাল ১৯শে জুলাই সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয় সার্জেন্ট(অবঃ) কামাল হোসেন, তিরফান মোল্লা, রহিম মন্ডল, জয়নাল মোল্লা, মিন্টু মন্ডল, মোসলেম মোল্লা জানান, বৃহত্তর তিন মৌজার কৃষকেরা এই রাজু বিলে চাষাবাদ করেন। বর্ষা মৌসুমে জলাবদ্ধার সৃষ্টি হলে কাওয়াখোলা হতে সরদারপাড়া রাস্তায় অবস্থিত কালভার্ট দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিলো। তবে কিছুদিন আগে সেই কালভার্টের পাশে কামরুল হাসান ও লতিফ মন্ডল স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাশন বন্ধ করে দেন। তাদের সাথে যোগাযোগ করে পানি নিষ্কাশনের কথা বলা হলেও কোনো সাঁড়া মেলেনি। বর্তমানে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আমাদের পাট উৎপাদন হয়নি এবং ধান সহ অন্যান্য চাষাবাদ করতে পারছি না।
এ ব্যাপারে গত ২৫শে মে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার বরারব একটি আবেদন করেছি। কিন্তু সেখান থেকে এখনও কোনো ব্যবস্থাগ্রহণ করা হয়নি। বর্তমানে আমরা এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে দাবি জানাই কর্তৃপক্ষ যেন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন।
Leave a Reply