বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ ব্রেইন স্ট্রোক করে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজী হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) এর জেলা শাখার আয়োজনে গতকাল ২৭শে ফেব্রুয়ারী বিকাল ৪টায় রাজবাড়ী পৌর ইংলিশ মার্কেটস্থ সমিতির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাপুস-এর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব আব্দুস সাত্তার খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম গাজী টিপু, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস আলী সাগর, সমিতির জেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব মোঃ বিল্লাল উদ্দিন, বাপুস-এর জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাাসন সেন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন রাজবাড়ী প্রেসক্লাব জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।
দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা পর্বে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম গাজী টিপু বলেন, বিশিষ্ট শিল্পপতি ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী ব্রেইন স্ট্রোক করে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আমাদের ব্যবসায়ী সমাজের অভিভাবকতূল্য। আমরা তার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ্র নিকট প্রার্থনা জানাচ্ছি।
উল্লেখ্য, কাজী ইরাদত আলী গত ১৮ই ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার নিজ বাড়ীতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply