সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
॥মেহেদী আসাদুজ্জামান অভি॥ এনজিওদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ এনজিও ফেডারেশনের রাজবাড়ী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা গত ১২ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় ৩বছর মেয়াদী ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি পদে এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু ও সাধারণ সম্পাদক পদে এনজিও আশার জেলা সমন্বয়ক মোঃ শমশের আলীকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়া এনজিও ব্র্যাকের জেলা সমন্বয়ক প্রণব কুমার রায় ও ভিপিকেএ’র পরিচালক সাদিয়া সুলতানাকে সহ-সভাপতি, বুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ আলীকে কোষাধ্যক্ষ এবং টিএমএমএসের মোঃ জাফর ইকবাল, বিজ-এর মোঃ সেকেন্দার আলী, এসডিএসের মোঃ রাসিদুল হাসান, উদ্দীপনের আমেনা সুলতানা, শক্তি ফাউন্ডেশনের ইমদাদুল হক, এসডিসির সহিদুল ইসলাম, সিএসএসের মোঃ মফিজুল ইসলাম, সৃজনী বাংলাদেশের মোঃ আসাদুজ্জামান, জাগরণী চক্রের তরিকুল ইসলাম, সেতু’র মোঃ ইদ্রিস আলী ও পিপিএসএসের মোঃ আওরদ মিয়াকে কার্যকরী সদস্য করা হয়েছে।
রাজবাড়ী শহরের কাজীকান্দাস্থ ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি লুৎফর রহমান লাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শমশের আলীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, অন্যান্যদের মধ্যে এনজিও ফেডারেশনের জেলা শাখার সহ-সভাপতি এনজিও ব্র্যাকের জেলা প্রতিনিধি প্রণব কুমার রায়, কোষাধ্যক্ষ এনজিও বুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ আলী, এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় এনজিও ফেডারেশনের জেলা শাখার সদস্যগণসহ পর্যবেক্ষক ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply