শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
॥গোয়ালন্দ প্রতিনিধি॥ জাইকা’র অর্থায়নে ৪ কোটি টাকা ৩০ লক্ষ টাকা ব্যয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১৫ই ডিসেম্বর বিকালে প্রধান অতিথি হিসাবে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মুন্সী বাজার এলাকায় সেখান থেকে ক্যানাল ঘাট পর্যন্ত পৌনে ৩কিলোমিটার ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
রাস্তার কাজের উদ্বোধনকালে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসাবে আজ এই রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হবে।
Leave a Reply