বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
॥মীর সামসুজ্জামান॥ রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৫ জন। এছাড়াও বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৮ জন।
গতকাল ২৭শে আগস্ট এ তথ্য জানান জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৮ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ১৭ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২৩ জন, কালুখালীতে ৭ জন, বালিয়াকান্দিতে ৯জন ও গোয়ালন্দে ২ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় ২৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার সদর হাসপাতালে ১৭ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২জন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৪ জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১জন।
অপরদিকে জেলায় এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১১৫৯ জন। সুস্থ হয়েছে ১১০১ জন।
জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরী। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। জেলার সব সরকারী হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।
Leave a Reply