বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে গতকাল ১৩ই সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৬শত গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে গাছের চারাগুলো (আম, লিচু, নারিকেল, সুপারী, পেয়ারা, লেবু, জাম, হরিতকি, আমলকি, বহেরা, অর্জুন, মেহগনি) হস্তান্তর করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, এসএফএনটিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, অন্যান্যের মধ্যে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী সঠিক পদ্ধতিতে চারা রোপণ ও রোপণোত্তর পরিচর্যা এবং গরু-ছাগলের থেকে চারাগুলোকে রক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, গাছ প্রকৃতির মহামূল্যবান সম্পদ। পরিবেশের দূষণ রোধ, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের কোন বিকল্প নাই।
উল্লেখ্য, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বন বিভাগ কর্তৃক রাজবাড়ীর ৫টি উপজেলায় বিনামূল্যে বিতরণের জন্য বিভিন্ন প্রজাতির ৫ হাজার বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে চারাগুলো বিতরণ করা হচ্ছে।
Leave a Reply