বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
॥ফরিদপুর প্রতিনিধি॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ২০শে জুলাই রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুনিকান্দা গ্রামে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের আরও ৫জন সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ কুনিকান্দা গ্রামের নূর ইসলাম মাতুব্বরের দুই ছেলে মিঠুন মাতুব্বর(১৯) ও লিটু মাতুব্বর, মোতালেব মাতুব্বরের ছেলে ফরহাদ মাতুব্বর(২০) এবং বিল্লাল মাতুব্বর ছেলে ফাইজুল মাতুব্বর(২৪)। এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন ও ২০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোন ও সিম কার্ডসহ তাদেরকে ভাঙ্গা থানায় সোপর্দ করে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত বিকাশ প্রতারক চক্রের সদস্যরা অর্থের বিনিময়ে মোবাইল সিম কার্ড বিক্রেতাদের কাছ থেকে ভুয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন করার পর উক্ত সিম কার্ড ব্যবহার করে বিকাশের ডিএসআরদের(একাউন্ট খোলার জন্য নিয়োগকৃত এজেন্ট) মাধ্যমে ভুয়া বিকাশ একাউন্ট খুলে তাদের কাছ থেকে বিকাশ একাউন্টধারীদের লেনদেনের তথ্য সংগ্রহ করে বিকাশের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে বিকাশ একাউন্টের পিন কোড জেনে নিয়ে স্মার্ট ফোনে বিকাশ অ্যাপস ব্যবহারের মাধ্যমে প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
উল্লেখ্য, বিকাশ প্রতারণা ব্যবসা মূলত এই ভাঙ্গা উপজেলা কেন্দ্রীক। বিকাশ প্রতারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাবের অভিযানে ভাঙ্গা উপজেলা থেকে বেশ কয়েক দফায় প্রতারক চক্রের বিপুল সংখ্যক সদস্য গ্রেফতার হয়েছে।
Leave a Reply