বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
॥শিহাবুর রহমান॥ রাজবাড়ীতে কমিউনিটি ক্লিনিকে ম্যাটস্ হতে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে পদ সৃষ্টি ও পদায়নসহ ৪দফা দাবীতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল ২৮শে জুলাই সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ম্যাটস্ শিক্ষার্থীদের সংগঠন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এতে সংগঠনের সভাপতি আদনান হাবিব, সাধারণ সম্পাদক শাওন মৃধা, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম প্রমুখ বক্তব্য দেন।
৪দফা দাবীগুলো হলো ঃ কমিউনিটি ক্লিনিকে ম্যাটস্ হতে পাশকৃত ডিএমএফ ডিগ্রীধারী ডিপ্লোমা চিকিৎসকদের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে পদ সৃষ্টি ও পদায়ন।
বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা(১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে ও ইন্টার্ণশীপে ভাতা প্রদান করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা।
স্মারক লিপিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশের প্রতিবছর গড়ে প্রায় ১০হাজার ছাত্র-ছাত্রী মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্র্রেনিং কোর্স সম্পন্ন করছে। সরকারী নিয়োগ না থাকার কারণে প্রতিবছর বেকার মেডিকেল এ্যাসিস্ট্যান্ট এর সংখ্যা লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। স্বল্প সংখ্যক সরকারী চাকুরীর পোষ্ট দিয়ে এত বেকার মেডিকেল এ্যাসিস্ট্যান্টদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব না। তাই বাংলাদেশে সরকারের বিভিন্ন অধিদপ্তর ও পরিদপ্তরে মেডিকেল এ্যাসিস্ট্যান্টদের জন্য নতুন পদ সৃষ্টিসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন আইনজারী করে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক, বিভিন্ন স্বাস্থ্য ভিত্তিক এনজিও গুলোতেও বাধ্যতামূলক মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের নিয়োগ করতে হবে। এতে করে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্নকারীদের বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি বেসরকারী পর্যায়ে জনগণের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত হবে।
Leave a Reply