বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন
॥দেবাশীষ বিশ্বাস॥ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটকে দীর্ঘ আড়াই বছর পর আবারো ক্লোজ সার্কিট(সিসি) ক্যামেরার আওতায় আনা হচ্ছে। নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন।
২০১৬ সালের জুন মাসে তৎকালীন পুলিশ সুপার জিহাদুল কবির,পিপিএম-এর উদ্যোগে দৌলতদিয়া ঘাটের ট্রাক বুকিং কাউন্টার, পরিবহন সিরিয়ালের সামনে, পুলিশ বক্সের সামনে ও লঞ্চঘাট অভিমূখী সড়কসহ ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। নজরদারী, অপরাধী শনাক্ত করা, যানজট নিয়ন্ত্রণ ও দালাল নির্মূলসহ বিভিন্ন ব্যাপারে ক্যামেরাগুলো ভালো প্রভাব ফেলেছিল। একই বছরের ৬ই নভেম্বর পুলিশ সুপার জিহাদুল কবির রাজবাড়ী থেকে বদলী হয়ে যাওয়ার পর রহস্যজনক কারণে ক্যামেরার তদারকী বন্ধ হওয়াসহ ক্যামেরাগুলো একে একে নষ্ট হয়ে যায়। এরপর থেকে দৌলতদিয়া ঘাটে নৈরাজ্যকর পরিস্থিতি ফিরে আসে।
গত ১৭ই জুলাই নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার) যোগদান করার পর জেলা পুলিশের উদ্যোগে দৌলতদিয়া ঘাটে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেন। এরই মধ্যে ঢাকার টিস ভিলেজ নামের একটি প্রতিষ্ঠান দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন।
টিস ভিলেজের সিইও মোঃ আনোয়ার হোসেন জানান, দৌলতদিয়া ঘাটে আবার সিসি ক্যামেরা স্থাপনের জন্য আমাদের ডাকা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) বলেন, দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিদিন গড়ে ২৫শত গাড়ীসহ লক্ষ লক্ষ যাত্রী পারাপার হয়ে থাকে। তাদের নিরাপত্তার জন্য দৌলতদিয়া ঘাট এলাকায় আবার সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ক্যামেরাগুলো স্থাপনের পর ঘাট এলাকার অপরাধ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply