বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালনের জন্য রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে ঃ শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ই আগস্ট সকাল ১০টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর উপর স্বরচিত ছড়া/কবিতা/রচনা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ প্রতিযোগিতা, বেলা ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে নির্ধারিত বক্তৃতা(বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ) প্রতিযোগিতা, ৯ই আগস্ট সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে ছড়া পাঠ/কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-আধা সরকারী, শ্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল সোয়া ৯টায় শোক র্যালী ও কালো ব্যাজ ধারণ (র্যালীটি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্ত্বর থেকে শুরু হয়ে শহীদ চত্ত্বর হয়ে পুনরায় বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্ত্বরে শেষ হবে), সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্ত্বরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী, বাদ যোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত, সুবিধামতো সময়ে সকল মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা এবং আগামী ১৪, ১৫ ও ১৬ই আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় রাজবাড়ী রেলগেটের শহীদ স্মৃতি চত্ত্বর, জেলা শিল্পকলা একাডেমী, নতুন বাজার বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শনী (অন্যান্য ৪ উপজেলায় দৃশ্যমান স্থানে পর্যায়ক্রমে ১৩-১৬ আগস্টের মধ্যে প্রদর্শনী অনুষ্ঠিত হবে)।
Leave a Reply