বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বাগমারায় রঙের কাজ করার সময় তিন তলা থেকে পড়ে কামরুল হাসান সজীব(৩৫) নামের এক রং মিস্ত্রী গুরুতর আহত হয়েছে।
গত ৩০শে আগস্ট দুপুরে বাগমারা এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পার্শ্ববর্তী সাগর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত সজীবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল ১লা সেপ্টেম্বর বিকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রং মিস্ত্রী কামরুল হাসান সজীব রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ৩নং সড়কের (মরহুম আক্কাছ আলী মিয়ার বাড়ীর পাশে) মৃত মনির হোসেনের ছেলে।
সজীবের পারিবারিক সূত্রে জানা যায়, রঙের কাজ করার সময় তিন তলা থেকে নীচে পড়ে মেরুদন্ড ও কোমরের হাড় ভেঙ্গে সে গুরুতর আহত হয়েছে। দুই দিন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য রবিবার বিকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছে সজীব যেভাবে আহত হয়েছে তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাকে ঢাকায়, এমনকি ভারতেও নেয়া লাগতে পারে।
এ ঘটনার পর মিলের মালিক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সজীবের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দিয়েছেন।
এ অবস্থায় উন্নত চিকিৎসা করানোর জন্য সজীবের পরিবারের পক্ষ থেকে দানশীল ব্যক্তিবর্গের নিকট আর্থিক সহায়তার অনুরোধ জানানো হয়েছে। কেউ সাহায্য করতে চাইলে সজীবের ০১৭৬৩৮৩০৬৬০ ও তার মা রোকেয়া বেগমের ০১৯১৩৭০১৫৬১ নম্বর মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply