বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপের পৃথক আয়োজনে পৃথক স্থানে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট ঃ-
জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি খৈয়ম গ্রুপ ঃ বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপের আয়োজনে ১লা সেপ্টম্বর সকাল ৭টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রোকন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান চলাকালে অসুস্থ্যর কারণে ঢাকা থেকে মোবাইলে ফোনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াহ মাহমুদ খৈয়ম। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মোঃ আসাদুজ্জামান লাল, মোঃ রফিকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান হাবিব, আইন বিষয়ক সম্পাদক এডঃ আরিফ উদ্দিন খান দিপু, জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, জেলা জাসাসের সভাপতি শেখ আব্দুর রউফ হিটু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবাইদুল ইসলাম মিরাজ, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এস এ রকিব মেহেদী, ছাত্রদলের নেতা জিএস সোহেল মন্ডল, যুবদলের নেতা আব্দল্লøাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। সভা উপস্থাপনা করেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এম মজিদ বিশ^াস।
মোবাইলে দেওয়া বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে মিথ্যা মামলা করে দেশের বাইরে রাখা হয়েছে। আজকে এই সরকার বাংলাদেশের মানুষের বাক স¦াধীনতা মানবাধিকার হরণ করেছে। আমরা আজকে কোন কর্মসূচি করতে চাইলে তারা আমাদের সেটা করতে দেয় না। আমাদের অবশ্যই এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কোন সরকার জোর করে এই ভাবে দেশ চালাতে পারেন নাই। শেখ হাসিনার সরকার বেশি দিন পারবে না।
তিনি আরো বলেন, আমাদের রাজবাড়ী জেলার অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানী করা হচ্ছে। এর বিরুদ্ধে সকলের সোচ্ছার হতে হবে।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দাদশী ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন। শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খালেক গ্রুপ ঃ বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খালেক গ্রুপের আয়োজনে গতকাল ১লা সেপ্টেম্বর বিকেলে রেলস্টেশন জামে মসজিদ সংলগ্ন এডঃ এম.এ খালেকের চেম্বার ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।
জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ কামরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ গোলাম কাশেম, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, দপ্তর সম্পাদক খন্দকার নূরুল নেওয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক রেজা খান, সহ-অর্থ সম্পাদক আহসান হাবীব শাহীন, সহ-আইন বিষয়ক সম্পাদক এডঃ মাজেদ ওয়াহেদী, জেলা বিএনপির সদস্য আব্দুর রব, শাহ মোঃ ফারুক, মোঃ ছরোয়ার, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ রকিবুল হাসান রুমা, রাজবাড়ী পৌর বিএনপির নেতা মশিউর রহমান বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, যুগ্ম-সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মমিন মিয়া, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সভাপতি আবু জাফর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় সহ-প্রচার সম্পাদক খাইরুজ্জামান খাইরুল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান আরিফ, সহ-দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বদরুল আলমসহ জেলা বিএনপির ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টু। এরআগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।
Leave a Reply