বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ২২শে সেপ্টেম্বর সকালে ৫ম ধাপে স্মার্ট জাতীয় পরিচয় পত্র (স্মাট কার্ড) বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসে সকাল ১০টা থেকে ৫ম ধাপের স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হয়। পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম স্মার্ট এনআইডি কার্ড বিতরণের চোখ ও হাতের ছাপসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, পাংশা পৌরসভাসহ ১০টি ইউনিয়ন এলাকায় পূর্বঘোষণা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় বুথ স্থাপন করে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়। উর্ধতন কর্মকর্তারা সরেজমিন স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। সে সময় শান্তিপূর্ণ পরিবেশে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।
এদিকে, পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম পূর্ব নির্ধারিত তারিখে যারা স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারেন নাই তাদের জন্য সুযোগ সৃষ্টি করে পুনরায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণে বুথ স্থাপন করেছেন। গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৩২৫ জনের মাঝে স্মার্ট এনআই কার্ড বিতরণ করা হয়। এ পর্যন্ত ১ লাখ ৮২ হাজার ২২১ টি স্মার্ট এনআইডি কার্ডর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৬০টি স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম জানান, যে সমস্ত ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ড অফিসে জমা আছে প্রত্যেকেই কার্ড পাবেন। সপ্তাহের প্রতি বুধবার স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি। যারা এখনও স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি তাদেরকে অত্র অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
Leave a Reply