মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৯ গত ২১ সেপ্টেম্বর দুপুরে পাংশা ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ফিরোজুল মুজাহিদ ও সাধারণ সম্পাদক পদে শাহ মোঃ রকিবুল ইসলাম শামীম পুনঃনির্বাচিত হয়েছেন। রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক খোন্দকার গোলাম কবির নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
সম্মেলনের প্রথম পর্বে সভাপতি ফিরোজুল মুজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক খোন্দকার গোলাম কবির, সদস্য সচিব মোকছেদুর রহমান খান (মমিন), রাজবাড়ী সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রতন সরকার, রাজবাড়ী জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আক্কাস আলী বাবু ও রাজবাড়ী জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক সোলায়মান হোসেন প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ মোঃ রকিবুল ইসলাম শামীম।
সম্মেলনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব এইচএম এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সম্মেলনে পাংশা উপজেলা জাতীয় পার্টি, পাংশা পৌরসভা জাতীয় পার্টি ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ তৃণমূলে জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের কার্যক্রম জোরদারকরণের গুরুত্বারোপ করেন।
Leave a Reply