বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
॥মনির হোসেন॥ পদ্মা নদীতে অব্যাহত পানি বৃদ্ধিতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া, কালিকাপুর ও সাওরাইল ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি চলছে নদী ভাঙ্গনও দেখা দিয়েছে।
গতকাল ৫ই জুলাই সরেজমিনে ওই ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। পাট কাটার উপযুক্ত হওয়ার আগেই বিস্তীর্ণ এলাকার পাট ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আশা ছেড়ে দিয়েছে।
রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা বলেন, আমার ইউনিয়নের এক তৃতীয়াংশ এলাকাই প্লাবিত হয়েছে। পাটসহ বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্থ চাষীরা বিপাকে পড়েছে। ক্ষুদ্র ঋণ ও মহাজনের কাছ থেকে দাদন নিয়ে যারা আবাদ করেছিলেন তারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব বলেন, আমার ইউনিয়নের অনেক এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঋণগ্রস্ত এসব কৃষকের ক্ষতি কাটিয়ে ওঠা সহজ হবে না।
সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী বলেন, আমার ইউনিয়নে ফসলী জমি প্লাবিত হওয়াসহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। বেড়ীবাঁধও ভেঙ্গে ভিতরে পানি ঢুকে আরো অনেক এলাকা প্লাবিত হতে পারে। এ ব্যাপারে দ্রুত পদক্ষপ গ্রহণ করা দরকার।
Leave a Reply