সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস সংক্রমণ ও ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের সেনা সদস্যদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
করোনার শুরু থেকেই যশোর অঞ্চলের বিভিন্ন জেলার দুস্থ-অসহায় মানুষের মধ্যে ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলতে মানুষকে উৎসাহিতকরণ, সচেতনতামূলক প্রচারণা, গণপরিবহন চলাচল মনিটরিং, ঈদকে সামনে রেখে জনসমাগম এড়াতে কোরবানীর পশুর হাটে নজরদারী বৃদ্ধি, করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ, আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার হাজরাখালী ও খুলনার রতনা পয়েন্টে বেড়ীবাঁধ মেরামতের কাজ দ্রুত এগিয়ে নেয়া, দুগত এলাকায় ত্রাণ ও বিশুদ্ধ পানি সরবরাহ, ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
Leave a Reply