সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
॥শেখ মামুন॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ‘কোলার হাট’-জেলার মধ্যে সবচেয়ে বড় পশুর হাট।
বছর জুড়েই হাটটি জমজমাট থাকে। আর কোরবানীর ঈদের আগে তা আরও রমরমা হয়ে ওঠে। কিন্তু এবার করোনা ভাইরাস সবকিছু তছনছ করে দিয়েছে। লকডাউনের কারণে গত কয়েক মাস যেমন বেচাকেনা ছিল না তেমনই আসন্ন কোরবানীর ঈদের সামনেও কাটেনি ক্রেতাদের আকাল। গরু-ছাগলে হাট পরিপূর্ণ থাকলেও বেচাকেনা না হওয়ায় হাটের ইজারাদারসহ খামারী-ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে।
সাপ্তাহিক হাটের দিন গতকাল ১৮ই জুলাই দুপুরে সরেজমিনে কুটির হাটে গিয়ে দেখা যায়, কোরবানীর গরু-ছাগলে হাটটি একেবারে পরিপূর্ণ। কিন্তু বিক্রেতারা উন্মুখ হয়ে বসে থাকলেও ক্রেতা প্রায় নেই বললেই চলে। দু’একজন যাও আসছেন তারা দেখে-শুনে দরদাম করে চলে যাচ্ছেন। তবে দু’একটি করে ছাগল বিক্রি হচ্ছে। তাও আবার সেগুলো যারা কিনছে তাদের অধিকাংশই কসাই বা মাংস ব্যবসায়ী।
হাটে গরু বিক্রি করতে আসা রুস্তম আলী নামে একজন খামারী বলেন, গরুগুলোর খাবার খরচসহ লালন-পালনে এ পর্যন্ত যে অর্থ ব্যয় হয়েছে তা যা দাম হচ্ছে তাতে কোনভাবেই খরচের টাকা উঠবে না। তাই খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি।
হাটের ইজারাদারের প্রতিনিধি রফিকুল ইসলাম খোকন বলেন, প্রায় সোয়া কোটি টাকা দিয়ে ১বছরের জন্য হাটটি ইজারা নেয়া হয়েছে। কিন্তু ইজারা নেয়ার পর গত প্রায় ৪মাস হাট বসেনি। এমনকি এই কোরবানীর সামনেও তেমন কোন বেচাকেনা নেই।
Leave a Reply