সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গত ১৫ই আগস্ট সকালে চাঁদপুর বাসস্ট্যান্ডস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সগযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালুখালী মহিলা কলেজসহ বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালুখালী থানার ওসি মোঃ কামরুল হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, উপজেলা মহিলা লীগের সভাপতি রেহানা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোহাম্মদ আবু জালাল ও কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এবং উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply