বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউপির শিকজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার বিকেলে মুজিব কর্ণার’র উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ওবায়দুর রহমান আনুষ্ঠানিক ভাবে মুজিব কর্ণার’র উদ্বোধন করেন।
শিকজান সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী, রাজবাড়ী সরকারী মহিলা আদর্শ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজির হোসেন, কালুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, মৃগী ইউপির সাবেক চেয়ারম্যান ও মৃগী ইউপি আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন সরদার ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল কাশেম বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রাথমিক ভাবে মুজিব কর্ণারে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়া চীন, জনকের মুখ, আমাদের ছোট রাসেল সোনা, বঙ্গবন্ধু সমগ্রসহ খ্যাতিসম্পন্ন লেখকদের রচিত প্রায় অর্ধশতাধিক বই সংরক্ষণ করা হয়েছে। শিক্ষার্থীরা এখান থেতে বই সংগ্রহ করে জ্ঞান বিকশিত করবে। পর্যায়ক্রমে শিশুদের উপযোগী আরো বই দিয়ে মুজিব কর্ণার সমৃদ্ধ করা হবে বলে জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবলু।
Leave a Reply