বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা গত ১লা অক্টোবর বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, ধর্মীয় সম্পাদক হাসমত আলী, সাংস্কৃতিক সম্পাদক কবির হোসেন, প্রচার সম্পাদক রুবেল হোসেন, সদস্য আশিকুর রহমান, কালুখালী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, অর্থ সম্পাদক মনির হোসেন, অন্যান্যের মধ্যে শহিদুল ইসলাম, আজিজুল ইসলাম শাহ্ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে উল্লেখ করে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
Leave a Reply