রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
॥কালুখালী প্রতিনিধি॥ মুজিব বর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের সরকারী খাস, প্রাতিষ্ঠানিক জলাশয় এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচীর আওতায় গত ৩০শে সেপ্টেম্বর দুপুরে বোয়ালিয়া ইউনিয়নের নশরতশাহী রামচন্দ্রপুর আশ্রয়ণ প্রকল্পের পুকুরে পোনা মাছ অবমুক্তকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, স্থানীয় ইউপি সদস্য আঃ করিম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম ও কালিকাপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply