সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
॥শামীম শেখ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার শিল্পপতি ও স্থগিত থাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা মুন্সীর আর্থিক সহায়তায় নদী ভাঙ্গনের শিকার ২৮টি পরিবার পল্লী বিদ্যুতের সংযোগ পেয়েছে।
গতকাল ৪ঠা অক্টোবর সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার কাতল মারার চক নামক এলাকায় গত ২বছর ধরে আশ্রিত পরিবারগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ-এর পরিচালক সেলিম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ কুব্বাত হোসেন, গোয়ালন্দ সাব-জোনাল অফিসের এজিএম আক্তার জিন নুরাইন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা মুন্সী, সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা প্রমুখ বক্তব্য রাখেন। পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান ছাড়াও শিল্পপতি মোস্তফা মুন্সীর পক্ষ থেকে তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ২৮টি পরিবার নদী ভাঙনের শিকার হয়ে উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার কাতল মারার চক নামক ওই এলাকায় ২বছর ধরে বসবাস করে আসছে। তাদের বিদ্যুৎ সংযোগ না থাকার বিষয়টি অবগত হয়ে কিছু দিন পূর্বে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মুন্সী পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তাদের সাথে নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন। পরে তার আর্থিক সহায়তায় পরিবারগুলোর মধ্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়।
Leave a Reply