বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি ব্যাংকের আয়োজনে ঋণ নিয়মাচার ও প্রাক্কলন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি ব্যাংকের বালিয়াকান্দি সদর ও সোনাপুর বাজার শাখার উদ্যোগে গতকাল ৪ঠা অক্টোবর সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে পেঁয়াজ চাষী, ব্যবসায়ী, আড়তদার ও জনপ্রতিনিধিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শিরিন আখতার, বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কৃষি ব্যাংকের ক্রেডিট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মঈনুল ইসলাম, শাখা নিয়ন্ত্রণ ও ব্যবসা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক তাইবুর রহমান, ফরিদপুর অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আজিজুর রহমান ফকির ও রাজবাড়ী অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক অধীর চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদারসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের পেঁয়াজ চাষী, ব্যবসায়ী ও আড়তদারগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply