সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
সাপ্তাহিক সাহসী সময়ের ২৬তম বর্ষে পদার্পনে সকলকে প্রাণঢালা শুভেচ্ছা বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন ৫৩তম মহান বিজয় দিবস আজ নিপাহ ভাইরাস প্রতিরোধে খেজুরের কাঁচা রস পান না করার জন্য আহবান স্বাস্থ্য অধিদপ্তরের বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি রাজবাড়ীতে হারানো ৩৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করল পুলিশ রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫ জন হাসপাতালে ভর্তি কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী মাদ্রাসা থেকে দাখিল-আলিম পরীক্ষার কেন্দ্র স্থানান্তরে ১১টি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তার পথে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলায় ভ্যান উল্টে গভীর গর্তে পড়ে মসলা বিক্রেতা নিহত রাজবাড়ীতে সাহিত্যে বঙ্গবন্ধু শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ডিজিটাল যোগাযোগ ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের উদীয়মান ক্ষেত্র ঃ ভার্মা
রাজবাড়ী জেলা পরিষদ ও খানখানাপুর ইউপির ২টি ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচনের ৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

রাজবাড়ী জেলা পরিষদ ও খানখানাপুর ইউপির ২টি ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচনের ৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

॥স্টাফ রিপোর্টার॥ আগামী ২০শে অক্টোবর একযোগে অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলা পরিষদ ও সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের ২টি ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচনের ৬জন বৈধ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ২টি সাধারণ ওয়ার্ডে একক প্রার্থী থাকায় দু’জনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল ৪ঠা অক্টোবর নির্বাচনের রিটার্নিং অফিসারদের (জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসার) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী জেলা পরিষদের ২নং সাধারণ ওয়ার্ড ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের ৫নং সাধারণ ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে তাদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জেলা পরিষদের ২নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের ২জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রয়াত সদস্য হাসান ইমাম চৌধুরীর ছেলে ফারুক ইকবাল চৌধুরীকে টিউবওয়েল এবং অপর প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ মিয়াকে অটোরিক্সা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

অপরদিকে, খানখানাপুর ইউনিয়ন পরিষদের ৫নং সাধারণ ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী ৪ জন প্রার্থীর মধ্যে টিটু সরদারকে তালা, বাবু শেখকে মোরগ, হানিফ শেখকে ফুটবল ও হারুন অর রশিদকে টিউবওয়েল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের ৭নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে একজন প্রার্থীই মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি হলেন- প্রয়াত সদস্য ইয়াকুব আলী বেপারীর স্ত্রী আম্বিয়া বেগম। গত ২৬শে অক্টোবর যাচাই-বাছাইতে বৈধ ঘোষিত হওয়ার পর আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অপরদিকে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং সাধারণ ওয়ার্ডে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই-বাছাইতে তাদের ৪ জনের মনোনয়নই বৈধ ঘোষিত হয়। কিন্তু পরবর্তীতে তাদের ৩ জন (রফিকুল ইসলাম, হারুন মোল্লা ও খোকন মোল্লা) গত ৩রা অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় অবশিষ্ট একমাত্র প্রার্থী আয়ুব আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2022 sahasisamoy
Design & Developed BY ThemesBazar.Com
error: Content is protected !!