বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা সাব-রেজিস্ট্রি ক্যাম্প অফিসে জমি রেজিস্ট্রিকালে জনসাধারণকে জিম্মি করে সমিতির নামে চাঁদাবাজী বন্ধে গত ১১ই অক্টোবর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন মোঃ হারুনুর রশিদ নামে একজন দলিল লেখক সহকারী।
তার আবেদনে উল্লেখ করা হয়েছে, কালুখালী সাব-রেজিস্ট্রি ক্যাম্প অফিস দলিল লেখক সমিতি এবং তাদের নিয়োজিত ১৪/১৫ জন সহযোগী মিলে অবৈধ সিন্ডিকেট তৈরী করে জমিজমা বেচাকেনা ও অন্যান্য রেজিস্ট্রি দলিল থেকে ১৪% হারে অর্থ আদায় করা হচ্ছে। ফলে সাব-রেজিস্ট্রি ক্যাম্পে আগত লোকজন হয়রানী ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। কেউ বাড়তি টাকা দিতে অস্বীকার করলে তার রেজিস্ট্রি কাজে বিঘ্ন সৃষ্টি করা হয়। এ প্রেক্ষিতে উল্লেখিত সিন্ডিকেট ভেঙ্গে দেয়াসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, ২০১০ সালে কালুখালী উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৮ সালের ২রা ডিসেম্বর কালুখালী উপজেলা সাব-রেজিস্ট্রার ক্যাম্প অফিস উদ্বোধন করা হয়। রতনদিয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে ক্যাম্প অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরপর ২০১৯ সালের আগস্ট মাসে কালুখালী সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক সমিতির কমিটি গঠন করা হয়। সমিতির সভাপতি পদে মোঃ বাহারুল আলম, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম বকু, মোঃ শহিদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন মোনাক্কা, কোষাধ্যক্ষ নির্মল ভৌমিক, সহ-কোষাধ্যক্ষ শত্রাজিৎ দেব শর্মা বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জব্বার জুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবর রহমান, প্রচার সম্পাদক মোঃ আব্দুল সামাদ, সদস্য মোঃ জালাল ফকির, মোঃ আবুল বাসার, মোঃ আকরাম হোসেন, মোঃ মোশারফ হোসেন, মোঃ আশরাফুল ইসলাম আলতাব, মোঃ ফরিদ হোসেন, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ হাবিবুর রহমান।
Leave a Reply