শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ও স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জার্মানী ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট(আইসিএমপিডি) কর্তৃক আয়োজিত অনলাইনে অভিবাসন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ গত ১৩ই অক্টোবর সমাপ্ত হয়েছে।
সমাপনী সেশনে বক্তব্য রাখেন সবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। প্রশিক্ষণে অংশ নেয়া সাংবাদিকদের ধন্যবাদ জানান আইসিএমপিডি’র প্রজেক্ট ম্যানেজার গোলদা মায়রা রোমা। প্রশিক্ষণ সঞ্চালনা করেন আইসিএমপিডি’র কান্ট্রি কো-অর্ডিনেটর ইকরাম হোসেন।
গত ১১ই অক্টোবর সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন। ৩ দিনব্যাপী প্রশিক্ষণে অভিবাসন, অভিবাসনের ধরণ, বিশ্বব্যাপী অভিবাসনের বাস্তব চিত্র, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে নিরাপদ অভিবাসনের গুরুত্ব, অভিবাসন সংশ্লিষ্ট প্রচলিত বিভিন্ন আইন, নীতি ও বিধিমালা, অভিবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা, জাতীয় অর্থনীতিতে অভিবাসীদের অবদান, অভিবাসীদের দায়িত্ব-কর্তব্য, অভিবাসীদের তথ্য প্রচারের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ভূমিকা, মানব পাচার, মানব চোরাচালান, অভিবাসী শ্রমিকদের অধিকারসহ অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ঢাকার বিভিন্ন দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি ১৮টি জেলার (রাজবাড়ী, যশোর, জয়পুরহাট, খুলনা, নীলফামারী, ঠাকুরগাঁও, বরিশাল, জামালপুর, নড়াইল, ময়মনসিংহ, গাজীপুর, শেরপুর, বাগেরহাট, মাদারীপুর, মাগুরা, চাঁদপুর ও রাজশাহী) মোট ২৫ সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
জার্মানীর ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে জুম অ্যাপসের মাধ্যমে আয়োজিত এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অভিবাসনের বিষয়ে বিস্তৃত, সঠিক ও সময়োপযোগী প্রতিবেদন তৈরীতে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে কাজ করা সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি করা।
Leave a Reply