বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
॥মনির হোসেন॥ ‘রবে না এমন, জীবন যৌবন’সহ বহু আধ্যাত্মিক গানের মাধ্যমে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সংগীতপ্রেমীদের মাতিয়ে রাখতেন বোয়ালিয়া ইউনিয়নের মৃত আফের ফকিরের মঙ্গল ফকির ওরফে মঙ্গল পাগল।
গত ২৪শে অক্টোবর বিকালে নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে গেছেন সেই গানের পাখি। মঙ্গল পাগল ছিলেন সংসার ত্যাগী মরমী একজন বাউল শিল্পী। গানই ছিল তার নেশা । কেউ শুনলেও গাইতেন, না শুনলেও। কখনো কখনো আবার তিনি, আধ্যাত্মিক চেতনার গল্পও শোনাতেন সবাইকে। এ নিয়ে কালুখালী রেলওয়ে স্টেশনে প্রায়ই আসর জমে যেত মঙ্গল পাগলাকে ঘিরে। অনেক জ্ঞানীজনও অংশ নিতেন সেই আসরে। মঙ্গল পাগলের ছোট্ট ছোট্ট দু’চারটে কথাতেই ভরে যেত আসরে অংশগ্রহণকারী জ্ঞানীদের মন। জ্ঞানীরাও বলতো সাব্বাস, পাগলার কথায় এতো তত্ত্ব।
মঙ্গল পাগল প্রায়ই গাইতো লালনের গান। বলতো আমি কেমন মানুষ, তা আমার জানাযার সময় দেখা যাবে। আমার মতো গরীবের জানাযা হবে কি না কে জানে। আমার তো কিছুই নাই। ফাতেহা হয় কিনা সেটারও ঠিক নেই। তবে আল্লাহ্ চাইলে সবই পারেন।
গতকাল ২৫শে অক্টোবর সকালে মঙ্গল পাগলের প্রিয় জায়গা কালুখালী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে জানাযায় ঢল নামে অগণিত মানুষের। জানাযার শেষে বোয়ালিয়ার বাংলাদেশ হাট গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন মঙ্গল পাগল।
Leave a Reply