বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
॥মনির হোসেন॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ২৫শে অক্টোবর সন্ধ্যার পর কালুখালী উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
বোয়ালিয়া ইউনিয়নের খাগজানা কর্মকার বাড়ীর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে বলেন, ধর্ম যার যার-উৎসব সবার। আবহমানকাল ধরে এ দেশের সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে মিলেমিশে যার যার ধর্মীয় উৎসব পালন করে আসছেন। তিনি শান্তিপূর্ণভাবে দুর্গা পূজার উৎসব সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের এনডিসি সাইফুল ইসলাম, কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, কালুখালী থানার ওসি মোঃ মাসুদুর রহমান, পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুল গণি, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, কর্মকার বাড়ী দুর্গা পূজা মন্ডপ কমিটির সভাপতি সনদ কুমার দত্ত, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply