বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে আপন ভাতিজা ওয়াজেদ মন্ডলের মেহগনী বাগান ধ্বংস করেছে চাচা ওসমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী-সন্তানরা।
গত ১৪ই নভেম্বর রাতে ওসমান মন্ডল, তার স্ত্রী ডলি খাতুন (৪৮) এবং ২সন্তান রফিকুল ইসলাম মন্ডল(৩০) ও শহিদুল ইসলাম মন্ডল(২৬) ধারালো অস্ত্র দিয়ে ওয়াজেদ মন্ডলের মেহগনী বাগানের অর্ধ শতাধিক মেহগনী গাছের চারা কর্তন করে ফেলে রেখে যায়।
ক্ষতিগ্রস্ত ওয়াজেদ মন্ডল (৪০) জানান, ৮/৯ মাস পূর্বে তিনি তার আপন চাচা ওসমান মন্ডলের নিকট থেকে সূর্যদিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন চন্দনা নদীর পাড়ের ২৯ শতাংশ জমি ক্রয় করে সেখানে মেহগনী গাছের বাগান করাসহ উচ্চ ফলনশীল জাতের নেপিয়ার ঘাসের চাষ করেন। সম্প্রতি চাচা ওসমান মন্ডল দাবী করেন, তার বিক্রি করা জমির প্লটের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের জমি রয়েছে। ওই জমি তাকে দিতে হবে। কিন্তু তার দাবীর কোন ভিত্তি না থাকায় তিনি জমি দিতে অস্বীকার করেন। এতে ক্ষুদ্ধ হয়ে গত শনিবার (১৪ই নভেম্বর) রাতে তারা ধারালো অস্ত্র দিয়ে বাগানের মেহগনী গাছগুলো কেটে ধ্বংস করেন।
এ ব্যাপারে গতকাল ১৫ই নভেম্বর তিনি চাচা ওসমান মন্ডল, চাচী ডলি খাতুন এবং ২চাচাতো ভাই রফিকুল ও শহিদুলের বিরুদ্ধে কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানা কর্তৃপক্ষ অভিযোগটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাকে আশ্বস্ত করেছেন।
গতকাল রবিবার বিকালে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গেলে আশপাশের বাসিন্দারা ওসমান মন্ডল ও তার স্ত্রী-সন্তান কর্তৃক ওয়াজেদ মন্ডলের ক্রয়কৃত জমির মেহগনী বাগানের চারা কেটে ফেলার সত্যতা স্বীকার করে তাদের শাস্তির দাবী জানান।
Leave a Reply