রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
॥গোয়ালন্দ প্রতিনিধিা॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় কোরবানীর পশুবাহী ট্রাকে চাঁদাবাজির চেষ্টাকালে আমজাদ হোসেন(৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটক আমজাদ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের মেছের সরদারের ছেলে।
চাঁদাবাজির শিকার ট্রাক চালক আনিছুর রহমান জানান, তিনি তার ট্রাকে কুষ্টিয়া থেকে কোরবানীর গরু বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গত রবিবার সন্ধ্যার আগে দৌলতদিয়া ৫নং ফেরী ঘাটের কাছে সিরিয়ালে ফেরীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আমজাদ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন লোক তার কাছে ৫হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বলে এখান দিয়ে গরু নিতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে। তখন তিনি ও তার সহকারী আলামিন হোসেন প্রতিবাদ করলে তাদেরকে ট্রাক থেকে নামিয়ে এলাপাথারি মারধর করে কাছে থাকা খরচের টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাদের হাতে থাকা লাঠিসোঠা দিয়ে তারা ট্রাকে আঘাত করলে তারা ভয়ে চিৎকার করতে থাকে তাদের চিৎকালে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে গেলেও আমজাদ হোসেনকে আটক করে। এ সময় পাশেই ডিউটিরত গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান আকন্দ ঘটনাস্থলে এসে আমজাদ হোসেনকে গ্রেপ্তার ও ছিনিয়ে নেয়া টাকা উদ্ধার করে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান আকন্দ জানান, গ্রেপ্তারকৃত আমজাদ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক গতকাল সোমবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply