মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনে রেকর্ড পরিমাণ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে।
জানা গেছে, গতকাল ৫ই সেপ্টেম্বর মোট ২হাজার ১৫৫ জনকে টিকা প্রদান করা হয়। তাদের মধ্যে ১হাজার ৮৩৫ জনকে টিকার ১ম ডোজ এবং ৩২০ জনকে ২য় ডোজ প্রদান করা হয়। এর আগে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৯৭৫ জনকে টিকা দেওয়া হয়েছিল বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল রবিবার সকাল থেকেই টিকা নিতে আসা শত শত মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করে। টিকা নেয়ার অপেক্ষমাণ সারিতে বৃদ্ধ মানুষের পাশাপাশি কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। তবে লম্বা লাইনের কারণে অনেকেই টিকা না নিয়ে ফেরত যান। প্রথমদিকে টিকা নিতে সাধারণ মানুষের মধ্যে তেমন আগ্রহ না থাকলেও করোনার প্রকোপ বাড়তে থাকায় তাদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বাড়তে থাকে।
এছাড়া অনেকের মনেই শঙ্কা ছিল লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত টিকা মিলবে কিনা। তবে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জাানিয়েছে, টিকার যথেষ্ট মজুদ আছে। যতক্ষণ টিকা প্রত্যাশী থাকবে ততক্ষণ টিকা প্রদান কার্যক্রম চলবে।
মাহবুব নামের একজন কলেজ ছাত্র বলেন, ‘আজ দেরীতে আসায় অনেক মানুষের সিরিয়ালের পিছনে দাঁড়াতে হয়েছিল। তাই আজ টিকা না নিয়েই চলে যাচ্ছি। আগামীকাল সকাল সকাল আসবো।’
টিকা নিতে আসা একজন বৃদ্ধ বলেন, ‘আমার বয়স হইছে বাবা। এতো মানুষের ভিড়ে দাঁড়াতেও কষ্ট হচ্ছে। তবুও এসেছি যখন টিকা তো নিতেই হবে। টিকা পাচ্ছি-এটাতেই আমি খুশি।’
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার বলেন, আজ (গতকাল রবিবার) আমরা এক দিনে সর্বোচ্চ সংখ্যক টিকা প্রদান করতে সমর্থ হয়েছি। আমাদের টিকার মজুদ আছে। টিকা প্রত্যাশীদের সহযোগিতা পেলে আমরা সুন্দর-সুশৃঙ্খলভাবে স্বল্প সময়ে সবাইকে টিকা প্রদান করতে পারবো।
Leave a Reply