বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন
॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে গত ২৬শে জানুয়ারী সন্ধ্যায় অটোরিক্সা চালক সুজন পাঠান (২০)কে মারপিট করে অটোরিক্সাটি ছিনতাই করে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অটোরিক্সা চালক সুজন পাঠানকে ফরিদপুর মেডিকোল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭শে জানুয়ারী বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত অটোরিক্সা চালক সুজন পাঠান গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের আবুল পাঠানের ছেলে।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, গত ২৬শে জানুয়ারী সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে এক যুবকের আহত অবস্থায় পড়ে থাকার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এরপর তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয় এবং রাজবাড়ী সদর হাসপাতাল থেকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অটোরিক্সা চালক সুজন পাঠানের মামা আবুল কাশেম জানান, রাজবাড়ী শহর থেকে ৪/৫ জন দুর্বৃত্ত সুজনের অটোরিক্সা ভাড়া করে তাকে কালুখালী নিয়ে যায়। সেখানে তাকে মারপিট করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে অটোরিক্সাটি নিয়ে যায়।
Leave a Reply