সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৭শে ফেব্রুয়ারী সকালে শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। সঞ্চালনা করেন বেলগাছি আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজের শিক্ষক ধীরেন্দ্রনাথ দাস। এ সময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বের শেষে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর প্রধান অতিথি কর্তৃক মশাল প্রজ্জ্বলন করা হয়। প্রজ্জ্বলিত মশাল নিয়ে দুই শিক্ষার্থী মাঠ প্রদক্ষিণ করে। তিনটি বিষয়ের ওপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো ব্যাডমিন্টন, ক্রিকেট ও ভলিবল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ ছিল। শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়েছে। কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
তিনি আওেরা বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের খেলাধূলায় উৎসাহিত করতে হবে।
Leave a Reply