সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
॥আসাদুজ্জামান নুর॥ আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উদযাপনে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গত ২৭শে এপ্রিল সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, রাজবাড়ী পৌরসভার সচিব তায়েব আলী, রাজবাড়ী জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা সিরাজুল কবীর, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান জেলাবাসীকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, গত দুই বছর করোনার কারণে আমরা ঈদগাহ ময়দানে ঈদের জামাত করতে পারি নাই। আশা করা যাচ্ছে আসন্ন ঈদ-উল ফিতরের জামাতে অনেক মুসল্লীর সমাগম হবে। রাজবাড়ী পৌরসভার প্রতি অনুরোধ থাকবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য। এ ব্যাপারে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মহোদয়ের প্রতি অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ অন্যান্য ঈদ জামাতের সময়সূচী আগেই আমাদেরকে জানিয়ে দিতে যাবে আইন-শৃঙ্খলার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারি। আশা করি সবাই মিলে সুন্দরভাবে নামাজ আদায়সহ ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবো।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয় থেকে গতকাল ৩০শে এপ্রিল জেলার উল্লেখযোগ্য ঈদ-উল ফিতরের জামাতগুলোর স্থান, সংখ্যা ও জামাতের সময়ের তথ্য প্রকাশ করা হয়েছে।
সে অনুযায়ী রাজবাড়ীর শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজের ইমামতি করবেন মাওলানা মোস্তফা সিরাজুল কবীর। বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে একই সময়ে রাজবাড়ী কোর্ট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই ঈদের জামাতে অংশগ্রহণ করবেন।
রাজবাড়ীর শহরের উল্লেখযোগ্য ঈদ জামাতগুলোর মধ্যে আঞ্জুমান-ই-কাদেরীয়া জামে মসজিদে (বড় মসজিদ) সকাল ৮টা ১৫ মিনিটে, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, জেলা কারাগার জামে মসজিদে সকাল ৮টায়, জেলা সদর হাসপাতাল জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, ভবাণীপুর জামে মসজিদে সকাল ৯টায়, কাজীকান্দা জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, আটাশ কলোনী জামে মসজিদে সকাল ৮টায়, নূরপুর নূরানী জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে, আটাশ কলোনী জামে মসজিদে সকাল ৮টায়, বিনোদপুর কলেজপাড়া জামে মসজিদে সকাল ৯টায় ১ম ও সকাল ৯টা ৪৫ মিনিটে ২য়, দুধ বাজার জামে মসজিদে সকাল ৯টা ৩০মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
উপজেলা পর্যায়ের মসজিদগুলোর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরস্থ সদর উপজেলা মডেল মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে, বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, পাংশা সিদ্দিকিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, গোয়ালন্দ উপজেলা জামে মসজিদে সকাল ৯টায় ও কালুখালীর আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
Leave a Reply