বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে মরহুম কাজী হেদায়েত হোসেন ও মরহুম আব্দুল লতিফ মিয়ার স্মরণে গত ১১ই ডিসেম্বর বিকালে আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বানীবহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তার, সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হক মন্ডল দারোগালী, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস ও আব্দুল হাই সরদার বক্তব্য রাখেন। আলোচনা শেষে অতিথিরা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর পিতা সাবেক গণপরিষদ সদস্য মরহুম কাজী হেদায়েত হোসেন এবং বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ মিয়ার স্মরণে আয়োজিত এই বঙ্গবন্ধু গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্টে ৮টি ফুটবল দল অংশগ্রহণ করে। এতে বানীবহের মেঘলা আকাশ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও ফরিদপুরের মধুখালী স্পোর্টিং ক্লাব রানার্স আপ হয়।
Leave a Reply